এসি সমান্তরাল সার্কিট সম্পর্কিত সমস্যার সমাধান ক্লাসটি “ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস [ Electrical Engineering Fundamentals ]” এর ৫ম অধ্যায়ের [ Chapter 5 ] অংশ। এসি সমান্তরাল সার্কিট সম্পর্কিত সমস্যার সমাধান [ Solutions to the problem relating to AC Parallel Circuit ] ক্লাসটি “ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড ফান্ডামেন্টালস মেকানিক্যাল [Mechanical]” কোর্সের [Course] যা “১ম সেমিস্টার, মেকানিক্যাল [ 1st Semester, Mechanical ] এর ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস [ Electrical Engineering Fundamentals ] এ পড়ানো হয়।
এসি সমান্তরাল সার্কিট সম্পর্কিত সমস্যার সমাধান
একটি বৈদ্যুতিক বর্তনী অর্থাৎ সমবায় বা ইলেকট্রনিক সার্কিটের (Electronic circuit) উপাদানগুলি বিভিন্নভাবে সংযুক্ত করা হচ্ছে সিরিজ বা শ্রেণি বর্তনী (Series circuit) এবং অপরটি প্যারালাল বা সমান্তরাল বর্তনী (Parallel circuit)।
তুল্য রোধ
কোন বর্তনীতে বিদ্যমান রোধগুলোর পরিবর্তে যে বিশেষ মানের কোন রোধের জন্য বর্তনীতে বিভব এবং তড়িৎ প্রবাহ অপরিবর্তিত থাকে, সেই মানটিকে ঐ বর্তনীর তুল্য রোধ (Req) বলে ।
তুল্য রোধ দুই ধরনের হয়ে থাকে–
- শ্রেণি (অনুক্রমিক) সমবায়ের (বা শ্রেণি বর্তনীর) তুল্যরোধ (RS)
- সমান্তরাল সমবায়ের তুল্য রোধ (RP)
শ্রেণি সমবায় (Series circuit)
যখন কোন বর্তনীতে তার রোধগুলি গুলো একই পথে যুক্ত থাকে অর্থাৎ একটির শেষ প্রান্তের সাথে অপরটির প্রথম প্রান্ত যুক্ত থাকে তখন তাকে শ্রেণি বর্তনী বলে এবং এক্ষেত্রে বর্তনীর সকল উপাদানের মধ্যে দিয়ে একই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয়।
একটি পরিবাহী তারে 123,… ইত্যাদি রোধ শ্রেণি সমবায়ে থাকলে, তুল্যরোধ() হবে–
- ….
সমান্তরাল সমবায় (Parallel circuit)
অপরদিকে যখন কোন বর্তনীতে সবগুলো রোধের প্রথম প্রান্ত একটিমাত্র সাধারণ বিন্দুতে এবং অপরপ্রান্ত অপর একটিমাত্র সাধারণ বিন্দুতে যুক্ত থাকে তখন সে বর্তনীকে বলা হয় সমান্তরাল বর্তনী। সমান্তরাল বর্তনীতে তার প্রত্যেক উপাদানের বিভব পার্থক্য একই থাকে।
একটি পরিবাহী তারে,… ইত্যাদি রোধ সমান্তরাল সমবায়ে থাকলে, তুল্যরোধ () হবে–
দুটি রোধ ′ ও ″ সমান্তরাল সমবায়ে থাকলে, তুল্য রোধ হবে–
এসি সমান্তরাল সার্কিট সম্পর্কিত সমস্যার সমাধান নিয়ে বিস্তারিত ঃ
আরও পড়ুন…