অ্যামিটার, ভোল্টমিটার, ওয়াটমিটার এবং এনার্জি মিটারের সংযোগ চিত্র ক্লাসটি “ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস [ Electrical Engineering Fundamentals ]” এর ৬ষ্ঠ অধ্যায়ের [ Chapter 6 ] অংশ।
অ্যামিটার, ভোল্টমিটার, ওয়াটমিটার এবং এনার্জি মিটারের সংযোগ চিত্র [ The connection diagram of ammeter, voltmeter, wattmeter and energy meter ] ক্লাসটি “ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড ফান্ডামেন্টালস মেকানিক্যাল [Mechanical]” কোর্সের [Course] যা “১ম সেমিস্টার, মেকানিক্যাল [ 1st Semester, Mechanical ] এর ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস [ Electrical Engineering Fundamentals ] এ পড়ানো হয়।
অ্যামিটার, ভোল্টমিটার, ওয়াটমিটার এবং এনার্জি মিটারের সংযোগ চিত্র
অ্যামিটার:
কোন বর্তনীতে বিদ্যুৎ প্রবাহের পরিমান নির্ণয় করার যন্ত্রকে অ্যামিটার বলে। অ্যামিটার, একটি যন্ত্র, যার সহায়তায় বিদ্যুতের প্রবাহ সরাসরি বৈদ্যুতিক একক অ্যাম্পিয়ারে পরিমাপ করা যায়। এটি একটি গ্যালভানোমিটার যার রোধক খুবই কম। এটিকে বর্তনীর সাথে সিরিজে যুক্ত করতে হয়। এর ফলে সম্পূর্ণ বিদ্যুৎপ্রবাহ মিটারের কয়েল দিয়ে প্রবাহিত হয়।
ভোল্টমিটার:
যে যন্ত্রের সাহায্যে বর্তনীর যে কোন দুই বিন্দুর মধ্যকার বিভব পার্থক্য সরাসরি ভোল্ট এককে পরিমাপ করা যায় তাকে ভোল্টমিটার বলে। বর্তনীর যে দুই বিন্দুর বিভব পার্থক্য পরিমাপ করতে হবে, ভোল্টমিটারটিকে সেই দুই বিন্দুর সাথে সমান্তরাল সমবায়ে সংযুক্ত করতে হবে। ভোল্টমিটার হল বর্তনীর সঙ্গে সঙ্গে সমান্তরালে যুক্ত একটি উচ্চ রোধবিশিষ্ট যন্ত্র।
ওয়াটমিটার :
এনার্জি মিটার
যে ইনস্ট্রমেন্টের সাহায্যে কনো সার্কিটের বৈদ্যুতিক শক্তি পরিমাপ করা হয় কাকে এনার্জি মিটার বা watt hour meter বলা হয়।
অ্যামিটার, ভোল্টমিটার, ওয়াটমিটার এবং এনার্জি মিটারের সংযোগ চিত্র নিয়ে বিস্তারিত ঃ
আরও পড়ুন…